Main Menu

খড়মপুরের ঐতিহাসিক ওরশ উপলে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

+100%-

প্রতিনিধি : উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামেল হযরত শাহ্পীর কল্লা শহীদ (রহ.) এর সাত দিনব্যাপী ঐতিহাসিক ওরশ (খড়মপুরের ওরশ)  আগামী ১০ আগষ্ট থেকে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের খড়মপুরস্থ মাজার শরীফের বাৎসরিক ওরশ উপলে আইনশৃঙ্খলা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাজার শরীফ কমপ্লেক্স হলরুমে ব্রা‏হ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও মাজার শরীফ পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
আইনশৃঙ্খলা বিষয়ক পরামর্শ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ মনিরুজ্জামান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. আজাদ সাল্লাল, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বেগম সুরাইয়া খান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাত পারভিন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান। এছাড়াও সভায় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা, পুলিশ, র‌্যাব, আনসার, ফায়ার সার্ভিস, পল্লী বিদুতের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ  বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ মো. ছালেনেওয়াজ খান আসন্ন ওরশ উদযাপন উপলে  প্রস্তুতি সম্পর্কে তথ্য উপস্থাপন করে শুভেচ্ছা বক্তব্য রাখেন। পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, অতীতের ন্যায় এবছরও মাজার শরীফ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে বিপুল সংখ্যক পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবে। মাজার শরীফ এলাকার আশপাশে চুরি-ছিনতাইসহ অপরাধ দমনে সড়ক ও নদীপথে পুলিশি টহলের ব্যবস্থা করা হবে। মাজার শরীফের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কোজ সার্কিট ক্যামেরা স্থাপন করে সার্বনিক নজরদারি রাখা হবে। বাইপাস রেললাইনে দুর্ঘটনা ও চুরি ছিনতাই রোধে রেলওয়ে পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়া খাদেম স্বেচ্ছাসেবক দলের সদস্যরা মাজার শরীফে আগত ভক্ত আশেকানের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে সহযোগি ফোর্স হিসেবে কাজ করবে। জেলা প্রশাসক ও মাজার পরিচালনা কমিটির সভাপতি নুর মো‏হাম্মদ মজুমদার বলেন, ওরশ সুন্দুর ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লে দুইজন ম্যাজিষ্ট্রেট সার্বনিক দায়িত্ব পালন করবেন। এছাড়া জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা মনিটরিং করবেন। তিনি ওরশ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দণি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহনোয়াজ খান, বাসুদেব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেছার উদ্দিন শেরশাহ, আখাউড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সহিদুল হক ভূইয়া, আখাউড়া প্রেসকাব সভাপতি মো. ইউসুফ সারোয়ার,  মাজার কমিটির সদস্য রফিকুল হক খাদেম, কিসমত আলী খাদেম, আব্দুল মান্নান ভূইয়া, হাজী রুহুল আমিন খাদেম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির সদস্য কাজী হান্নান খাদেম। এর আগে জেলা প্রশাসক ও মাজার পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মদ মজুমদার মাজার শরীফের দ্বিতল বিশিষ্ট নব নির্মিত মোসাফিরখানা উদ্বোধন করেন। মাজার শরীফে আগত ভক্ত আশেকান ও মোসাফিরদের সুবিধার্থে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে প্রায় ১৬ হাজার স্কয়ার ফিটের মোসাফির খানা নির্মাণ করা হয়েছে।






Shares