Main Menu

সরাইল প্রেস কাবের সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

+100%-
প্রতিনিধিঃ সরাইল প্রেস কাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন। গত বুধবার রাতে ইউএনও’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, সরাইল প্রেস কাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের স্থানীয় প্রতিনিধি মোঃ আইয়ুব খান, সম্পাদক ও দৈনিক প্রথম আলোর সরাইল প্রতিনিধি  বদর উদ্দিন, যুগ্ম সম্পাদক সাপ্তাহিক পরগনার প্রকাশক সম্পাদক ও দৈনিক সংবাদের সরাইল প্রতিনিধি সৈয়দ কামরুজ্জামান, অর্থ-সম্পাদক ও দৈনিক মানবজমিনের সরাইল প্রতিনিধি মাহবুব খান বাবুল, সাহিত্য সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সরাইল প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম রিপন, সদস্য ও দৈনিক খবরের সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ। সাংবাদিকরা সরাইলের আর্থ সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও উন্নয়ন মূলক কাজের তথ্য দিয়ে নিজের দক্ষতা মেধা প্রজ্ঞার যথাযথ ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতার সাথে কাজ করার জন্য নির্বাহী কর্মকর্তাকে অনুরুধ জানান। নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, সকল সমস্যার সমাধান দ্রুত করা অসম্ভব। সরাইলের মানুষের সহযোগিতা পেলে পর্যায়ক্রমে প্রতিটি ক্ষেত্রে কাজের মাধ্যমে সফলতা সম্ভব। প্রত্যেক ইউএনও তার কর্মস্থলকে নিজের এলাকা মনে করতে হবে। নতুন এলাকা সম্পর্কে জানতে বুঝতে সময় দিতে হবে। কথায় নয়, কাজেই প্রমান করতে হবে যোগ্যতা। শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি সম্ভব নয়। তাই শিক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বে অবহেলার কোন সুযোগ নেই। শিক্ষা ক্ষেত্রে কোন অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না। তিনি বলেন, আপনারা শুধু সাংবাদিক নয়। স্থানীয় ভাবে প্রত্যেকেরই একটা ভাল অবস্থান আছে। তাই শুধু তথ্য নয়, আপনারা আমার পাশে থেকে কাজ করতে হবে। সমাজের শিক্ষিত সচেতন লোক হিসেবে আপনাদের ও অনেক করনীয় রয়েছে। আমার কোন ভুল ভ্রান্তি হলে মানুষ হিসেবে তা শুধরে নেয়ার চেষ্টা করবেন। অথবা আগেই বলবেন। সরাইলের সর্বস্থরের মানুষের সহযোগিতা আমার কাজে গতি সৃষ্টি করবে এমন বিশ্বাস আমার আছে। প্রসঙ্গতঃ মোহাম্মদ এমরান হোসেন ২০১০ সালের ১৯ মে প্রথম ইউএনও হিসেবে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় যোগদান করেছিলেন। সেখানে দায়িত্ব পালন করেন দুই বছর ১৬ দিন। ২০১২ সালের ১২ জুন যোগদান করেন কুমিল্লা জেলার হাজিগঞ্জ উপজেলায়। হাজিগঞ্জ থেকে বদলি হয়ে তিনি গত ২২ এপ্রিল সরাইলে যোগদান করেছেন। 






Shares