মানবসেবা মূলক সাংবাদিকতা, ‘বিশেষ সম্মাননা’ পেলেন আরিফুল ইসলাম সুমন
প্রতিনিধি : তৃণমূল পর্যায়ে মানবসেবা মূলক সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য সাংবাদিক আরিফুল ইসলাম সুমনকে ‘বিশেষ সম্মাননা’ প্রদান করেছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন নতুন মাত্রা। তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক একুশে আলোর নিজস্ব প্রতিবেদক ও জাতীয় দৈনিক দিনকালের সরাইল প্রতিনিধি। গত শুক্রবার সরাইল পাকশিমুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক আরিফুল ইসলাম সুমনের হাতে এ সম্মাননা তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। উল্লেখ্য, সম্প্রতি অসচ্ছল প্রতিবন্ধী রহিমা আক্তার এবং রেখা বেগম নামে এই দুই নারীর সংগ্রামী জীবন নিয়ে বিশেষ প্রতিবেদন করেন সাংবাদিক আরিফুল ইসলাম সুমন। পত্রিকায় জীবন সংগ্রামী নারীদের প্রতিবেদন প্রকাশের পর নানা ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতিবন্ধী দুই নারীর সাহায্যে এগিয়ে আসেন। স্বাভাবিক চলাফেরার জন্য রহিমা আক্তারকে তৎকালীন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়াৎ মুহম্মদ শাহে দুল ইসলাম একটি হুইল চেয়ার প্রদান করেন। রেখা বেগমকে হুইল চেয়ার প্রদান করেন নতুন মাত্রা সংগঠন। এছাড়া সংগ্রামী এ দুই নারীকে নতুন মাত্রাসহ একাধিক মানবসেবী সংগঠন অন্তত দুই লাখ টাকা নগদ অর্থ সাহায্য প্রদান করেছে। বর্তমানে রহিমা ও রেখা বেগম তাদের প্রাপ্ত আর্থিক সাহায্য স্থানীয়ভাবে নানা লাভজনক কাজে লাগিয়ে নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টায় আছেন। তারা এখন পরিবার তথা সমাজের বোঝা নয়। |