Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি খাল ভরাট করছে প্রভাবশালীরা

+100%-
প্রতিবেদক ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি খাল দখল করে ইমারত নির্মানের প্রস্তুতি চলছে। মাটি দিয়ে খালটি ভরাট করায় ইতিমধ্যে বন্ধ হতে চলেছে পুরো গ্রামের পানি নিস্কাশনের ব্যবস্থা। দখলকারীরা বলছে ঢাকার সেগুন বাগিচা ভূমি অফিসের চেয়াম্যানের লিখিত অনুমতি রয়েছে। খাল দখলের পর জনদূর্ভোগ চরম আকার ধারন করবে বলে জানিয়েছেন এলাকার জন প্রতিনিধি ও সাধারন লোকজন। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ৩নং ওয়ার্ডে উজির খাঁর বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া খালে চলছে এ দখল প্রক্রিয়া। জানা যায়, নোয়াগাঁও গ্রামের ৩ নং ওয়ার্ডের ১ নং খাস খতিয়ান ভুক্ত ১২৮২৮ দাগের সরকারি খাল। বকস আলীর বাড়ি হতে মধ্যপাড়া পাঠান বাড়ি হয়ে বিখ্যাত লাউয়াই খালের সাথে সংযুক্ত। এটি পুরো গ্রামের পানি নিস্কাশনের একমাত্র খাল। উজির খার বাড়ির নিকটে তার ছেলে হোসাইন খাঁ এ খালটি মাটি দিয়ে ভরাট করছেন। প্রভাবশালী হওয়ায় গ্রামের লোকজন ভয়ে প্রকাশ্যে এর প্রতিবাদ করছেন না। প্রভাবশালী হোসাইন বলেন, আধা কিলোমিটার পর্যন্ত পুরো খালটি ভরাট করা হবে। ঢাকা ভুমি অফিসের চেয়ারম্যানের কাছ থেকে লিখিত অনুমতি এনেছি। কিন্তু কাগজ দেখাতে পারেননি। গ্রামের বাসিন্দা ও নোয়াগাঁও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, ও ইউপি মহিলা সদস্যের স্বামী আবু লাল জানান, সরকারি খাল ভরাট করে তারা পাকা ইমারত নির্মানের পাঁয়তারা করছে। খাল ভরাটের কারনে গ্রামের লোকজন পানিবন্দি হয়ে পড়বে। বিষয়টিকে কেন্দ্র করে গ্রামে যে কোন সংঘাত হতে পারে। একাধিক ব্যাক্তি জানান, ১৭ বছর পূর্বে হোসাইনের পিতা উজির খা ও একই কায়দায় সরকারি এ খাল ভরাট করতে চেয়েছিল। গ্রামবাসীর প্রবল বাঁধার মুখে পিছু খটেন। তখন খাল ভরাটকে কেন্দ্র করে গ্রামে বড় ধরনের সংঘর্ষে বহু লোক আহত হয়েছিল। মামলাও হয়েছিল। স্থানীয় ইউপি সদস্য মোঃ নাছির মিয়া বলেন, সরকারি খাল ভরাট করে দখলে নেয়া অন্যায়। আমি বাঁধা দিয়েছি, তারা শুনেনি। নোয়াগাঁও ইউনিয়ন উপ-সহকারি ভূমি কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া বলেন, সরকারি খাল ভরাট করা আইন পরিপন্থী কাজ। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিত ভাবে জানাব। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) এ এস এম শাহে দুল ইসলাম বলেন, সরকারি এ খাল কাউকে লীজ বা বন্দোবস্ত দেয়া হয়নি। অবৈধ ওই দখলদারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব।






Shares