Main Menu

সরাইলে যৌতুকের জন্য গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

+100%-

প্রতিবেদক ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামে গত রবিবার রাতে লাইলি আক্তার (২৮) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও পরিবারের লোকজন জানান, ৯/১০ বছর আগে উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া গ্রামের খোরশেদ মিয়ার মেয়ে লাইলি আক্তারের সাথে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামের আবু সাইদ খানের ছেলে খোকন খানের (৩৫) বিয়ে হয়। লাইলির পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে খোকন কিছু দিন পর পর লাইলি আক্তারকে টাকার জন্য বাবার বাড়িতে পাঠিয়ে দিত এবং লাইলিকে মারধোর করতো। লাইলির মা রাশেদা বেগম জানান, টাকার জন্য গত রবিবার সন্ধ্যায় মেয়ের জামাই খোকন খান আমার মেয়ে লাইলিকে পিটিয়ে গুরুতর আহত করে তার মুখে বিষ ঢেলে দেয়। স্বামীর পরিবারের লোকজন লাইলিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ও পরে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। রাত ১০ টার দিকে অবস্থার অবনতি হলে লাইলিকে ঢাকায় নেয়ার পথে মারা যান। পরে লাইলির লাশ জেলা সদর হাসপাতালে রেখে খোকন ও তার  পরিবারের লোকজন পালিয়ে যায়। নিহতের ভাই শফিকুল ইসলাম (৩২) জানান, আমার বোনের শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল সোমবার দুপুরে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।






Shares