সরাইলে প্রতিপক্ষের হামলায় আহত ১
[Web-Dorado_Zoom]
মঙ্গলবার সকাল ৮টায় প্রতিপক্ষের হামলায় সৈয়দ মুসা মিয়ার স্ত্রী রাহেলা বেগম (৫০) গুরুতর আহত হন ।আহত অবস্তায় তাকে ব্রাহ্মনবাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ সুত্রে জানা যায়, সরাইল উপজেলার ণোয়াগাও ইউনিয়নের আইরল গ্রামে জায়গা সম্পতির বিরোধের জের ধরে প্রতিপক্ষ সুরুত আলী, তার ছেলেও ভাই ভাতিজারা সহ রাহেলা বেগমকে বেধড়ক মারধর করেন।এতে তিনি গুরুতর আহত হন।এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। |
« দিলারা হারুনের মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান বশির উল্লাহর জরুর শোক (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) এবার দপ্তরবিহীন মন্ত্রী হলেন সুরঞ্জিত »
































