সরাইল ৩৪২ কেজি পােনা অবমুক্তকরণ করা হয়েছে
মোহাম্মদ মাসুদ, সরাইল। সরাইল জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সরকারী পুকুর ও ধরন্তী হাউর মুক্ত জলাশয়ে পােনা অবমুক্তকরণ করা হয়েছে। রবিবার দুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়ােজন ৩৪২ কেজি পােনার মধ্যে সরাইল থানা সরকারী পুকুরে ৫২ কজি ও ধরন্তী হাউরের মুক্ত জলাশয়ে ২ শত ৯০কেজি মাছের পােনা অবমুক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার মাঃ আরিফুল হক মদুলের সভাপতিত্ব স্বাগত বক্তব্য রাখন উপজলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান। প্রধান অতিথি ছিলন সংরক্ষিত ৩১২ আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল থানা অফিসার ইনচার্জ মাঃ আসলাম হােসেন। উপজেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা মাঃ শাকিল আহম্মেদ প্রমুখ। প্রধান অতিথি বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রসংশা করে বলেন সারাদেশের ন্যায় সরাইল সরকারী পুকুর ও মুক্ত জলাশয়ে পােনা মাছ অবমুক্ত করা হয়েছে।