Main Menu

সরাইল মুক্ত দিবস উদযাপিত

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আজ বুধবার সকালে মুকিক্তযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদ এসে শেষ হয়। পরে আলোচনা সভার মাধ্যমে সরাইল মুক্ত দিবস উদযাপিত হয়েছে।
১৯৭১ সালের এ দিনে সরাইল পাক-হানাদার মুক্ত করেছিল বীর মুক্তিযোদ্ধারা। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইসমত আলীর সভাপতিত্বে ও মাহফুজ আলীর পরিচালনয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য (জাপা) নেতা এড. জিয়াউল হক মৃধা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরাইল সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান, সহকারী কমিশনার(ভুমি)ফারহানা ইয়াসমিন, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকিয়া বেগম।
এছাড়া আরও বক্তব্য রাখেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, যুদ্ধাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুলাহ ভুঁইয়া প্রমূখ।






Shares