Main Menu

সরাইল বাড়ি পুলিশের এএসআই রুস্তম আলী মুক্তাগাছায় ট্রাকচাপায় নিহত

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল : ময়মনসিংহের মুক্তাগাছায় ড্রাম ট্রাকচাপায় পুলিশের এক এএসআই রুস্তম নিহত হয়েছেন।

গতকাল  শনিবার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছার সত্রাসিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত এএসআইয়ের নাম মো. রুস্তম আলী (৪০)। তিনি মুক্তাগাছা থানায় কর্মরত ছিলেন।
তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ মনিরবাগ এলাকায় ।

মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন বলেন,গতকাল সনিবার  বিকেলে উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা এলাকা থেকে মোটরসাইকেলে ফিরছিলেন এএসআই রুস্তম আলী। পথে সত্রাসিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

নিহতের বড় ভাই মো জিন্নত বলেন, আমাদের পরিবারে মা’সহ আমরা দুই ভাই তিন বোন, সে আমার ছোট ভাই, তার স্ত্রী তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।  (নিহত) রুস্তম এর প্রথম জানাজা ময়মনসিংহ  পুলিশ লাইনে  দ্বিতীয় জানাজা মুক্তাগাছা থানায় ও তৃতীয় জানাযা  তার তৈরি কৃত  বাড়ি ময়মনসিংহ গোয়ালকান্দি অনুষ্ঠিত হবে, জানাজা শেষে সে এলাকাতেই  দাফন  করা হবে।






Shares