সরাইল বধ্য ভূমি’র স্মৃতিস্তম্ভ নির্মান
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে শহিদ মুক্তিযুদ্ধাদের স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ, সরাইল – নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের পাশে এ বধ্য ভূমি’র স্মৃতিস্তম্ভ নির্মান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সায়েদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. নান্নু মিয়া, মুক্তিযুদ্ধা আসব আলীর সন্তান সাংস্কৃতিক কর্মী শাহিনুর মৃধা, শহিদ মুক্তিযুদ্ধা আবদুল এর পরিবারের সদস্য সাংবাদিক মোহাম্মদ মাসুদ।
প্রসঙ্গ, ১৯৭১ সালে’র ৬ অক্টোবর সরাইল থানা শান্তি কমিটির আহ্বায়ক মুসলিম লীগ নেতা আবদুল মন্নাফ ঠাকুর ও তাঁর দোসর পাকিস্তানি সেনা কর্মকর্তা (ক্যাপ্টেন) রহমান খানসহ কয়েকজন সেনাকে কালিকচ্ছ বাজারের উত্তর পাশে মুক্তিযোদ্ধারা হত্যা করে অস্ত্রশস্ত্র কেড়ে নেন।
এর প্রতিশোধ নিতে পাকিস্তানি সেনারা স্থানীয় রাজাকারদের সহযোগিতায় মুক্তিযুদ্ধের শেষ দিকে (১৮ অক্টোবর) ৪৬ জনকে হত্যা করে এ স্থানে। স্থানটি ধর্মতীর্থ নৌঘাট বধ্যভূমি হিসেবে চিহ্নিত করা হয়।
কয়েক বছর আগে সরকার সারা দেশের বধ্যভূমি চিহ্নিত করে তা সংরক্ষণের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে স্থানীয় মুক্তিযোদ্ধারা ধর্মতীর্থ বধ্যভূমিটি চিহ্নিত করেন। এ থেকে ধর্মতীর্থ গণহত্যা নামে পরিচিত।































