Main Menu

সরাইল জনতা ব্যাংক শাখার কান্ড, বিজয় দিবস নাকি শোক দিবস?

+100%-

মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ সরাইল জনতা ব্যাংক গত সোমবার বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তালন করেছে অর্ধনমিত করে। আবার সান্ধ্য আইন লঙ্গন করে ওই পতাকাটি রাত পৌনে ৭টা পর্যন্ত উড়তে দেখা গেছে। খোদ ব্যবস্থাপক পতাকা উত্তোলনে ক্রটির কথা স্বীকার করে এ বিষয়ে পত্রিকায় রিপোর্ট না করতে অনুরোধ করেছেন।

৪৮তম বিজয় দিবসে সরজমিনে দেখা যায়, জনতা ব্যাংক সরাইল শাখা সকাল ৭টার দিকে সরকারি নির্দেশ মতে তাদের সাইন বোর্ডের উপরে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। সাধারণত শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করার বিধান রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। কিন্তু সরাইল ব্যাংক করেছে উল্টো কাজ। তারা ৪৮তম বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেছেন অর্ধনমিত করে। সারাদিন অর্ধনমিত ভাবে উড়ার পর আবার রাত পৌনে ৭টা পর্যন্ত একেই ভাবে উড়তে দেখা গেছে। স্থানীয় সাধারণ ও সচেতন লোকদের মধ্যে বিষয়টিকে ঘিরে কৌতুহলের সৃষ্টি হয়েছে। লোকজন সড়কে দাঁড়িয়ে পতাকাটি দেখছেন আর নানা ধরনের মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন, আজ কি শোক দিবস নাকি বিজয় দিবস? বিজয় দিবসে শোক দিবসের আদলে পতাকা উত্তোলনের কারণ কি? তারা কি দিবসটি মানতে নারাজ? নাকি অন্য কোন ষড়যন্ত্র আছে?

জনতা ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক মানবেন্দ্র চক্রবর্তী বলেন, আনসার সদস্যকে পতাকা উত্তোলন করতে বুঝিয়ে বলে এসেছিলাম। কিভাবে উড়াতে হবে সেটা বলিনি। সে লাঠির একহাত নীচে পতাকাটি বেঁধেছে। ভুল হয়ে গেছে। ছুটির দিন তো তাই হয়ত এখনো পতাকাটি নামায়নি। যাক এ বিষয়ে রিপোর্ট কইরেন না। ব্যাংকটা তো আপনাদেরই।






Shares