সরাইল উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
[Web-Dorado_Zoom]
মোহাম্মদ মাসুদ, সরাইল। মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ-এর নির্দেশে সরাইল উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করা হয়। জানা গেছে, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় সরাইল প্রাত:বাজারে হত্যাকাণ্ডের শিকার হন সরাইল সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক ওরফে রকেট মেম্বার। এই হত্যা মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শের আলম মিয়াকে আসামি করা হয়। এদিকে দীর্ঘ পাঁচ মাস পর এই মামলার অভিযোগপত্রে (চার্জশীট) যুবলীগের একই ইউনিটের সভাপতি আশরাফ উদ্দিন মন্তুকে আসামি হিসেবে অন্তর্ভূক্ত করে পুলিশ। গত ৮ জুলাই মামলার তদন্তকারি কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখা পুলিশের এসআই জিয়াউল হক ২৫ জনকে অভিযুক্ত করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন।
« পবিত্র ঈদুল আজহা ১ আগস্ট (পূর্বের সংবাদ)































