Main Menu

সরাইলে সুমাইয়া আক্তারের বাল্যবিয়ে বন্ধ

+100%-

সরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুমাইয়া আক্তার (১১) নামের ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করলেন সরাইল থানা পুলিশ। সুমাইয়া সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে।
উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের বশির আহম্মদের ছেলে প্রবাসী শাহ আলম (৩৪) এর সাথে বিয়ের প্রস্ততিকালে সরাইল থানার পুলিশ কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে। এ সময় কনে ও তার অভিভাবককে থানায় এনে উভয় পক্ষের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
গত বৃহস্পতিবার সরাইল থানার ওসি জানান, বাল্যবিয়ের সংবাদ পেয়ে সৈয়দটুলা কনের বাড়িতে পুলিশ পাঠিয়ে কনেসহ তার মাকে থানায় আনা হয়।
জানা যায়, সুমাইয়াকে সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার ১১ বছর বয়স পরিবর্তন করে বাড়িয়ে ১৮ বছরের
আরেকটি জম্মনিবন্ধন দিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম মোসা সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।






Shares