Main Menu

সরাইলে সকল শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি 

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ  মাসুদ, সরাইল : সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলছে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। সকলের ২০% বাড়ি ভাড়াসহ বেশ কয়েকটি যৌক্তিক দাবি নিয়ে ঢাকায় চলমান আন্দোলনে পুলিশের হামলায় শিক্ষকদের রক্তাক্ত ও লাঞ্চিত করার তীব্র নিন্দা জানিয়ে চলমান আন্দোলনে সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সংহতি প্রকাশ করা হয়েছে। শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সরাইল উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী মাস্টার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 সভায় দীর্ঘ আলোচনা শেষে ঢাকায় চলমান শিক্ষকদের  আন্দোলনে পুলিশের নগ্ন হামলায় শিক্ষকদের রক্তাক্ত ও লাঞ্চিত করার তীব্র নিন্দা জানানো হয়। একই সাথে শিক্ষকদের চলমান যৌক্তিক এই আন্দোলনের সাথে সরাইল উপজেলার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ একাত্বতা পোষণ করেন।

এ সময় শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরাইল উপজেলার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ কর্মবিরতি পালন করার ঘোষনা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার। এ সময় উপস্থিত সকল শিক্ষকগণ করতালির মাধ্যমে এ সিদ্ধান্তকে স্বাগত জানান।






Shares