Main Menu

সরাইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

+100%-
মোহাম্মদ মাসুদ, সরাইল।   ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মঙ্গলবার দুপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৪ অক্টোবর হতে ১৭ অক্টোবর পর্যন্ত ২৫৩টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ৫৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী প্রায় ৫ হাজার ৬২৩জন শিশু, ৭জন প্রতিবন্ধি শিশু একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আইইউ মাত্রা), ১২-৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৮১জন শিশু,৬০জন  প্রতিবন্ধি একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আইইউ মাত্রা), খাওয়ানো হবে।
সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ নোমান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসার । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আবাসিক ডাক্তার আনাস ইবনে মালেক।





Shares