সরাইলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত
মোহাম্মদ মাসুদ,সরাইল : সরাইল উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে অভ্যন্তরীন জলাশয় ও মুক্ত জলাশয় বিভিন্ন প্রজাতির ৭৭০ কেজী বিভিন্ন মাছের রুই , কাতল, মৃগল , কালিবাইস জাতিয় পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধরন্তী হাওর এলাকায় এ পোনা অবমুক্ত করা হয়। মোট ১ লক্ষ টাকার রুই, কাতল ও মৃগেল জাতের ৭৭০কেজি ওজনের পোনা মাছের পোনা অবমুক্তি করা হয়েছে। এর ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে মৎস্য বিভাগ আশা করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে ইসরাত, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মাফুজ আলী, র্দূগা চরন দাস, মৎস কর্মকর্তা মো. মকসুদ হুসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা দেলুয়ার হুসেন প্রমুখ।
« বঙ্গবন্ধুর সফলতা ও বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অসামান্য অবদান রয়েছে: পৌর মেয়র নায়ার কবির (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বৈদেশিক প্রশিক্ষণে ফিলিপাইন যাচ্ছেন আশুগঞ্জের রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ॥ »