সরাইলে বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ
মোহাম্মদ মাসুদ,সরাইল ॥নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে কয়েক শতাধিক লোক। এ অবরোধ কর্মসূচির নেতৃত্বে ছিলেন উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ বশিরউল্লাহ।
অবরোধে অংশ নেওয়া লোকজন জানান, সরাইল উপজেলার সর্বত্র গত তিন মাস ধরে সরাইলে টানা ১০/১২ ঘন্টা এমনকি দিন-রাত ব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। ফলে উপজেলাবাসীর দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে। অতিষ্ট এলাকাবাসী মোঃ বশিরউল্লাহর নেতৃত্বে দুপুর প্রায় ১ টার দিকে বিদ্যুতের দাবিতে উপজেলা সদরে সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা ঘটনাস্থলে পৌঁছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার আশ্বাস দিলে দুপুর পৌনে দুইটার লোকজন অবরোধ প্রত্যাহার করে। উপজেলা আ.লীগ নেতা বশিরউল্লাহ অভিযোগ করে বলেন, আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পেলে পরবর্তীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্থানীয় কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শুভ্রত রায় এসব সমস্যার কথা স্বীকার করে বলেন সব সময় সরাইলে চাহিদার তুলনায় বিদ্যুৎ ঘাটতি থাকে। তাই শ্রীঘ্রই সমস্যার সমাধান সম্ভব নয়।