Main Menu

সরাইলে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্ধোধন

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্ধোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত। গতকাল রবিবার বিকেলে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ইউএনও এ টুর্নামেন্টের উদ্ধোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাইমুনা জাহান, সমাজেসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ, আ’লীগ নেতা ও সমাজসেবক মো. মাহফুজ আলী, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বদর উদ্দিন ও সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল প্রমূখ।

ইউএনও’র দফতর সূত্রে জানা যায়, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার মাধ্যমে তরুণ সমাজের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ ও মনোবল বৃদ্ধির লক্ষ্যেই এ টুর্নামেন্ট। এ ছাড়াও মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড থেকে যুব সমাজকে বিরত রাখার লক্ষ্যে সারা দেশের ন্যায় সরাইলে এ প্রতিযোগীতার আসর বসেছে। উপজেলার নয়টি ইউনিয়ন এ টুর্নামেন্টে অংশ গ্রহন করছেন। উদ্ধোধনী দিনে পাকশিমুল বনাম কালিকচ্ছ ও শাহজাদাপুর অরুয়াইল একে অপরের সাথে প্রতিদ্ধন্ধিতা করছে। আগামী ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।






Shares