Main Menu

সরাইলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলদিয়ে শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

গতকাল  রোববার (১৭মার্চ) সকাল ১০টায় বাংলাদেশের সকাল জেলা উপজেলা পরিষদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর ধারাবাহিকতায় ব্রাহ্মনবাড়িয়া সরাইলেও এর আয়োজন হয়।
এতে প্রধান অতিথি সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া ২ মো. মঈন উদ্দিন মঈন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উল আলম ভূইয়া’র সভাপতিত্বে ,  বিশেষ অতিথি সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, ভাইস চেয়ারম্যান আবু হানিফ, ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুর কামাল, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.তৌফিক আহমেদ তফছির, আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী, সরাইল টেলিভিশন জার্নালিষ্ট  এসোসিয়েশনের সভাপতি মো. শফিকুর রহমান, বীর মুক্তিযুদ্ধা এড. আবদুর রাশেদ, উপজেলা ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, সরাইল অফিসার ইনচার্জ ওসি মো. এমরানুল ইসলাম, পানিশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন।






Shares