সরাইলে ফুচকা খাওয়ার পর টিস্যু না দেওয়ায় সংঘর্ষ. আহত ১৫
মোহাম্মদ মাসুদ, সরাইল: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাঠানপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছেন।
সোমবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এই সংর্ঘষ চলে। সংঘর্ষ চলাকালে সরাইল -নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কে অন্তত ২ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সরাইল সদর ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় শিশুদের জন্য বিভিন্ন রাইট স্থাপন করে কয়েকটি ফুসকা হাউস গড়ে উঠে। ঈদুল আজহা উপলক্ষ্যে এই ফুসকা হাউস গুলোতে উপচে পড়া ভিড় ছিলো।
সেখানে এরাবিয়ান ফুচকা হাউজ নামে একটি প্রতিষ্ঠানে কোট্টাপাড়া এলাকার রাব্বী নামে এক যুবক তার সহপাঠীদের নিয়ে ফুচকা খায়।
পরে ওই যুবক হাত মোছার জন্য টিস্যু চায় এক কর্মীর কাছে। টিস্যু নেই জানালে এ নিয়ে প্রতিষ্ঠানটির মালিক মজিবুর পাঠান তার সহকারী পরিচালক আল আমীন এর সাথে ওই যুবকদের কথা কাটাকাটি হয়। পরে ঘটনাটি হাতাহাতি পর্যায়ে চলে যায়। এক পর্যায়ে এ ঘটনার খবর তাদের নিজ নিজ এলাকা কোট্টাপাড়া ও পাঠান পাড়ায় ছড়িয়ে পড়ে।
পরে দুই পক্ষ দুই দলে বিভক্ত হয়ে রাত ৮টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের পাঠানপাড়া এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় দুটি ফুসকা হাউস ভাংচুর হয় ও উভয় পক্ষের প্রায় ১৫ জন লোক আহত হয়। এ সময় সরাইল-নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি তিনি। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।































