সরাইলে প্রতীক বরাদ্ধে– সরব আওয়ামীলীগ, নিরব বিএনপি
মোহাম্মদ মাসুদ, সরাইল :: গতকাল ছিল প্রতীক বরাদ্ধের দিন। বড় দলের মনোনয়ন প্রাপ্তরা আগেই পেয়ে গেছেন দলীয় প্রতীকের পত্র। রিটার্নিং অফিসারের সাথে শুধু নিয়ম রক্ষার সাক্ষাত করতে এসেছিলেন প্রার্থীরা। তাই মিছিল শোডাউন শ্লোগানে সরব ছিল স্বতন্ত্র, জাতীয় পার্টি, আওয়ামীলীগ ও তাদের বিদ্রোহী প্রার্থীরা।
তবে একদম নিরব ছিল বিএনপি’র মনোনয়ন প্রাপ্তরা। কিছু প্রার্থী সদরে আসেননি। যারা এসেছেন তাদের সকলেই অটোরিকশায় করে ২/৩ জন। কেউ এসেছেন রিকশায় করে শুধু একা। মুখে কোন শব্দ নেই। ডানে বামে তাকাচ্ছেন। পরে আস্তে করে প্রবেশ করছেন রিটানিং অফিসারের কক্ষে। সাক্ষাত শেষে বেরিয়ে আসছেন। তাদের চোখে মুখে কেমন যেন হতাশার চাপ। অজানা আতঙ্ক কুড়ে খাচ্ছে।
চুন্টা ইউনিয়নের বিএনপি’র মনোনয়ন প্রাপ্ত মোঃ জয়নাল উদ্দিন রাজু বলেন, আমাদের উপর এমনিতেই অনেক হুমকি ধমকি। দ্রুত নির্বাচন শেষ হয়ে যাবে। জেলে যেতে হবে। সরকারি দল এমনিতেই পাশ। আচরন বিধির ফাঁদে ফেলে যে কোন হেনস্তা করতে পারে। তাই নিরবে সাক্ষাত।
উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন প্রতীক বরাদ্ধের দিনে নিরব থাকার কথা স্বীকার করে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের নেতা কর্মীরা আতঙ্কে সময় পার করছে। এ ছাড়া আচরন বিধিটা তো বিএনপি’র উপর বেশী আরোপিত হবে।