Main Menu

সরাইলে দুই ভাইয়ের সম্পত্তি নিয়ে গ্রামেবাসীর মধ্যে সংঘর্ষ, বাড়ি-ঘর ভাঙচুর আহত ২০

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে আপন দুই ভাইয়ের সম্পক্তি ক্রয়- বিক্রয় নিয়ে গ্রামবাসীর মধ্যে ২ ঘন্টা সংঘর্ষ চলে , এতে বাড়ি-ঘর ভাংচুর, আহত হয়েছেন প্রায় ২০ জন।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার ( ৫ নভেম্বর) সকাল ৮টায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নে ফতেহপুর গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গ্রামের আলি আকবর মিয়া ছেলে মো. এমদাদ জমি বিক্রয় করেছে তার ভাই মো. সাত্তার মিয়ার কাছে, সে জমি সাত্তার মিয়া টাকা পরিশোধ না করে দলিলপত্র লিখে নেয়ার চেষ্টা করে ও দখলে নেয়, এতে দুই ভাইয়ের মাঝে বিরোধ সৃষ্টি হলে গ্রামবাসী নিষ্পত্তির জন্য সলিশে বসে, সলিশ চলাকালীন সময়ে গ্রামবাসীর মধ্যে বাক বিতোন্ডা সৃষ্টি হয়। এতে গ্রামবাসীর মধ্যে দুপক্ষ ক্ষিপ্ত হয়ে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দু’ ঘন্টা সংঘর্ষে বাড়ি-ঘর ভাংচুর ও উভয় পক্ষের মধ্যে ২০ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সান্ত করে।

এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, তাদের দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল এবিষয় টি নিয়ে আজ সকালে গ্রামের এ দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি সান্ত করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।






Shares