সরাইলে জামায়াত ইসলামের গণমাধ্যম ব্যক্তিদের সাথে মতবিনিময়
মোহাম্মদ মাসুদ, সরাইল। বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার(৮ জুলাই) রাত ৮ টায় উপজেলা জামায়াত ইসলাম কার্যালয়ে সরাইল উপজেলার ইলেকট্রোনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
উপজেলা জামায়াত ইসলামের আমির মোঃ এনাম খানের সভাপতিত্বে উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও , বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মাও. মো. মোবারক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রেস সচিব মোঃ মনিরুজ্জামান, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ রোকন উদ্দিন, উপজেলা সাবেক সভাপতি মাঃ মোহাম্মদ কুতুব উদ্দিন।
সরাইল ইউনিয়ন জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মোহাম্মদ বরকত উল্লার কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা হয়। বক্তব্য রাখেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শরিফ উদ্দিন, সরাইল প্রেসক্লাবে সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার প্রমুখ।
মতবিনিময় প্রধান অতিথি বলেন গত ১৭ বছরে পেসিস শেখ হাসিনার দুর্বিপাকে আমাদের নেতাকে হারিয়েছি। আমরা আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। আমাদের নেতা কর্মিরা গত ১৭ বছর আত্মগোপনে ছিল, আমরা আপনাদের পাশে আছি থাকব।
এসময় বাংলাদেশ জামায়াত ইসলামী সরাইল উপজেলার শাখার নেতা কর্মী ও সরাইল উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।































