সরাইলে গ্রীল কেটে অভিনব কায়দায় চুরি
![+](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রীল কেটে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিজিবি ১ নং গেইট সংলগ্ন সাবেক ইউপি সদস্য নবী হোসেন (৮০) এর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ইউপি সদস্য নবী হোসেনের পরিবার ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাতে প্রতিদিনকার মতো ঘুমিয়ে পরে। রাতে কোন একসময় বারান্দার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে চুর। এসময় ঘরের একটি দরজার তালাও খুলে ফেলে চুর। সেখানে ওয়ারড্রবে থাকা নগদ ৫০,০০০/-৪টি মোবাইল সেট, হাত ঘড়ি, ওজন মাপার যন্ত্র এবং একটি মানিব্যাগে থাকা ২৫০০/- নিয়ে যায় চোর। পরিবারের সদস্যরা অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন, কেউ কিছু টের পায়নি । পরে সকালে ঘুম থেকে উঠে গ্রীল কাটা এবং দরজা খোলা দেখতে পায়।
এইবিষয়ে ইউপি সদস্যের ছেলে শামীম হোসেন সরাইল থানায় একটি লিখিত অভিযোগ করেন। সরাইল থানার এসআই মোঃ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি।