সরাইলে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত নিহত (ভিডিও)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রেফতারের পর পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মামুন মিয়া (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছেন।
বুধবার দিনগত রাত তিনটার দিকে উপজেলার শাহ্জাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের এ ঘটনা ঘটে।
তার বিরুদ্ধে সরাইল থানায় দুইটি ডাকাতিসহ চারটি মামলা রয়েছে। তিনি উপজেলার কুট্টাপাড়া গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে।
সরাইল থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, বুধবার দুপুর তিনটার দিকে জেলার নবীনগর উপজেলা থেকে মামুনকে গ্রেফতার করে সরাইল থানায় নিয়ে আসা হয়।
পরে তার দেয়া তথ্যমতে, রাতে সরাইল উপজেলার দেওড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ। পথিমথ্যে দেওড়া এলাকায় মামুনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
পরে ঘটনাস্থল থেকে মামুনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৮ রাউন্ড গুলির খোসা ও একটি রামদা এবং একটি বল্লম উদ্ধার করা হয়েছে।
তিনি অারো জানান গত ০২ অাগস্ট রাতে দেওড়া গ্রামে কাজীবাড়ির বাসিন্দা অাবু হান্নানের খুনের সাথে জড়িত রয়েছে।