সরাইলে একই পরিবারের শিশুসহ ৫ জন করোনায় আক্রান্ত
মোহাম্মদ মাসুদ, সরাইল । সরাইল একই পরিবারের ২ শিশু সহ ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
হবিগঞ্জ জেলার মাধবপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী এক স্বজনের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ গ্রহন করতে গিয়েই তারা আক্রান্ত হয়েছে।
উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকার চন্দন দেবের (৪০) পরিবারই ৭/৮ দিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. নোমান মিয়া।
হাসপাতাল ও আক্রান্তদের পারিবারিক সূত্র জানায়, কালিকচ্ছ মনিরবাগ প্রয়াত স্বপন দেবের ছেলে চন্দন দেবের শ্বশুড়বাড়ি মাধবপুরে। ১০-১২ দিন আগে চন্দন দেবের শ্বাশুরি মারা যায়। স্ত্রী ২ শিশু সন্তান ও ভাতিজাকে শ্বাশুরির শেষকৃত্যে অংশ করতে মাধবপুরে যান চন্দন।
শেষকৃত্য শেষ ওই পরিবারের সকলের সাথে মাধবপুর হাসপাতালে চন্দন সহ তার পরিবারের সবাই নমুনা দেন। নিরীক্ষার পর তাদের ৫ জনেরই করোনা পজেটিভ আসে। গতকাল শনিবার বিকেলে সরাইল হাসপাতালকে বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর হাসপাতাল কর্তৃপক্ষ।
আক্রান্তরা হলো- চন্দন দেব (৪০), তার স্ত্রী করূনা রাণী (৩০), ২ শিশু কন্যা প্রমি রাণী (০৪), পিত্ত রাণী (০৬) ও ভাতিজা প্রবাশ দেব (২১)। তারা বর্তমানে কালিকচ্ছ মনিরবাগ নিজ বাড়িতে হোমকোয়ারেনটানে নিজ বাসায় বসবাস করছেন।
সরাইল হাসপাতালে ইউএইচও ডা: মো. নোমান মিয়া এক পরিবারের ৫ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ওই পরিবারের সাথে আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা কথা বলেছেন।