Main Menu

‍‌”মাদক কে না বলুন” শ্লোগানে সরাইলে সুপার কাপ ফুটবল খেলা

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ : মাদক কে না বলুন শ্লোগান কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরাইল সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ শে জুলাই) বিকালে লায়ন্স ক্লাব কুট্টাপাড়া সরাইল এর উদ্যোগে উপজেলা মিনি স্টেডিয়াম কুট্টাপাড়া খেলার মাঠে এ খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় অংশগ্রহণ করেন সরাইল চুন্টা ফুটবল একাদশ বনাম- রুপসী বাংলা সাতগাও বিজয়নগর একাদশ।

এ সময় সমাজসেবক শফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাফিজ (মাখন), সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কাঞ্চন, জেলা রেফারি এসোসিয়েশন এর সহ- সভাপতি এসএস ফরিদ, সরাইল ফুটবল একাডেমির সহ-সভাপতি আবুল কাশেম, বিশিষ্ট সমাজসেবক শেখ নিজাম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মীর ওয়ালীদ সাক্ষাত, উপজেলা কৃষক দলের সদস্য সচিব জয়নাল আবেদিন প্রমুখ।

নির্ধাতির সময়ের মধ্যে ৩-০ গোলে বিজয়ী হয় চুন্টা একাদশ। যুবকদের খেলাধুলা অংশগ্রহণ করার জন্য উৎসাহমূলক বক্তব্য দেন প্রধান অতিথি এড. নুরুজ্জামান লস্কর তপু।






Shares