Main Menu

মহাসড়কের পাশের ঝোপ থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধার লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

 


ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের ঝোপ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শ্রীডোবা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়রা মহাসড়কের পাশে ঝোপের মধ্যে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত নারীর আনুমানিক বয়স ৬০ বছর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে লাশে আঘাতের চিহ্ন আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে লাশটি নাম-পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ শুরু করেছে।






Shares