কর্মহীন অসহায়দের পাশে সরাইল প্রেসক্লাব
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ১৯৭৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত সরাইল প্রেসক্লাবে রয়েছে একঝাঁক সংবাদকর্মী। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবের মাঝেও থেমে নেই এই সংগঠনের সংবাদকর্মীদের কলম। প্রতিদিনের নানা ঘটনা তুলে ধরছেন এ জনপদের মানুষের সামনে। তারা খুঁজে বের করেছেন করোনার প্রভাবে কর্মহীন অসহায় বেশ কিছু পরিবার। এর মধ্যে অনেক পরিবার খাদ্য কষ্ট ভোগ করলেও লজ্জায় কারো কাছে বলতে পারছেন না। রয়েছে অজপাড়া গাঁয়ের অবহেলিত পরিবারও।
সরাইল প্রেসক্লাব গত কয়েক দিন ঘুরে এমন ৩০ টি পরিবারের তালিকা করেছে। ওই পরিবার গুলোকে খাদ্য সামগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসক্লাব। গত শনিবার সকালে খাদ্য সামগ্রির ব্যাগ গুলো নিয়ে বেরিয়ে পড়েন সরাইল প্রেসক্লাবের সাংবাদিকরা। চলে যান একেবারে গ্রাম এলাকার অসহায় মানুষদের পাশে। কখনো মটর বাইক কখনো পাঁয়ে চলেন তারা মাইলের পর মাইল। ব্যাগ গুলো হাতে কাঁধে বহন করে চলে যান প্রত্যেকের বাড়িতে। নিজেদের ঘরে বসে খাদ্য সামগ্রি পেয়ে আবেগ আপ্লোত হয়ে পড়েন অনেক পরিবারের নারী পুরূষরা।
মানবসেবার মহতী এ কাজে প্রেসক্লাবের কলম সৈনিকদের অকুন্ঠ সহযোগিতা ও সমর্থনকারী সাংবাদিকরা হলেন-সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ ও প্রথম আলোর সরাইল প্রতিনিধি মোহাম্মদ বদর উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ আলী (সাপ্তাহিক পরগণা), সহসভাপতি এম এ মোসা (সম্পাদক পাক্ষিক বাতায়ন), সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান (দৈনিক মানবজমিন), যুগ্ম সম্পাদক সৈয়দ কামরূজ্জামান (দৈনিক সংবাদ), অর্থসম্পাদক আব্দুল করিম (দৈনিক নয়াদিগন্ত),সাংগঠনিক সম্পাদক জুলকার নাঈন (দৈনিক ইত্তেফাক), সাহিত্য সম্পাদক জহিরূল ইসলাম রিপন (দৈনিক ভোরের কাগজ), দপ্তর সম্পাদক শেখ মো. ইব্রাহিম (দৈনিক মানবকন্ঠ), কার্যনির্বাহী সদস্য মো. আইয়ুব খান ( দৈনিক ইনকিলাব), তারিকুল ইসলাম দুলাল (এবিসি নিউজ), যতীন্দ্র মোহন চৌধুরী ( দৈনিক সরোদ), জেসমিন সুলতানা মুসা (বাতায়ন), সাধারণ সদস্য মো. সামছুল আরেফিন (এবিএন ওয়ার্ল্ড), তৌফিক আহমেদ তফছির ( দৈনিক দেশের পত্র) ও মোহাম্মদ মাসুদ ( দৈনিক খবর ও বিজয় টিভি)।
এছাড়াও দৈনিক ইন্ডাষ্ট্রিয়াল পত্রিকা ও চ্যানেল এস’র সরাইল প্রতিনিধি মো. মুরাদ খান, ব্রাহ্মণবাড়িয়া নিউজের সরাইল প্রতিনিধি দীপক দেবনাথ এ কাজে অংশ গ্রহন করে সহায়তা করেছেন।