ইউপি নির্বাচন:: সরাইলে নিয়ে আইন-শৃঙ্খলা সভায় শঙ্কা-আল-মামুন সরকারের বক্তব্যের জের
সরাইল প্রতিনিধিঃ সরাইলের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা সভায় ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেছেন বক্তারা। সেই সাথে তারা বিশৃঙ্খলা সৃষ্টি কারীদের প্রতিহত করার ঘোষনাও দিয়েছেন।
সোমবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট প্রশাসনকে নির্বাচন শতভাগ অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করার আহবান জানান। আল-মামুন সরকারের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন কমিটির সদস্যরা।
সভা সূত্রে জানা যায়, ইউএনও সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সরাইল সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী আবদুল জব্বার, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম , চুন্টা ইউনিয়নের শেখ হাবিবুর রহমান, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান ওসমান উদ্দিন খালেদ, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মোঃ তকদির হোসেন ও জাতীয় পার্টির প্রার্থী মোঃ রহমত হোসেন।
আ’লীগের ৩ বিদ্রোহী প্রার্থী সহ অন্যরা গত বৃহস্পতিবার জেলা আ’লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের বক্তব্যকে অযৌক্তিক অগণতান্ত্রিক ও জনগনের প্রতি হুমকি উল্লেখ করে বলেন, উনার বক্তব্যকে ঘিরে গোটা সরাইলে সমালোচনার ঝড় বইছে। জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি করবে। এটাই গণতন্ত্রের নিয়ম। হুমকি ধমকি মামলা গ্রেপ্তার ভীতি তো গণতন্ত্র হতে পারে না। এ জন্য সরাইলের অন্য সকল প্রার্থী ও সাধারন মানুষ ২৩ এপ্রিলকে নিয়ে শঙ্কায় রয়েছে। আমরা ৯টি ইউনিয়নেই সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠ্য ও নিরপেক্ষ নির্বাচন চাই। বল প্রয়োগ ও বিশ্ঙ্খৃলা সৃষ্টিকারীদের জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে।
সভায় সরাইলের সকল মানুষের ন্যায্য এ দাবীর প্রতি শ্রদ্ধা রেখে সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করার নিশ্চয়তা দেয়ার অনুরোধ করা হয়। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা ও থানার অফিসার ইনচার্জ রুপক কুমার সাহা বলেন, কে কি বলল। সেই দিকে আপনারা কান দিবেন না। নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহন করেছে প্রশাসন। আইন অমান্যকারীদের রেহাই নেই।