সরাইল বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
[Web-Dorado_Zoom]

সরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা’ এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৬ পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান এর সভাপতিত্বে পরিবার পরিকল্পনা পরিদর্শক জুলহাস হোসেনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরাইল উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবা। সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদুর উদ্দিন বদু ।
সভায় বক্তারা দেশকে বসবাস উপযোগী করার জন্য পরিবার পরিকল্পনা গ্রহণের জন্য অনুরোধ জানান।
« ফের আখাউড়ার নয়াদিলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত (পূর্বের সংবাদ)































