সরাইল পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ আহত ৩০
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে পূর্ব বিরোধের জেরে দু’ঘন্টা যাবত সংঘর্ষ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে ।
আজ ( ১২ অক্টোবর) রোববার সকাল ১০ টায় সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের ইউপি সদস্য ফরহাদ মেম্বার ও একই বংশের প্রবাসী সুমন মিয়ার সংঙ্গে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দুপক্ষের মাঝে সংঘর্ষ চলছিল। এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছেন, কিছু আহত ব্যাক্তি সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয় বাকিরা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি সান্ত করে।
এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, তাদের মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল এবিষয় টি নিয়ে আজ সকালে এ দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি সান্ত করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।































