জেলা পরিষদ নির্বাচন :: সদস্য পদে প্রার্থীতা থেকে সড়ে দাড়ালেন জাপার প্রার্থী মো.জাহাঙ্গীর আলম
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের আসন্ন নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের (সরাইল সদর, অরুয়াইিল, পাকশিমুল, চুন্টা, কালীকচ্ছ, শাহবাজপুর ও নোয়াগাঁও ইউনিয়ন) সাধারণ সদস্য পদপ্রার্থী (হাতি প্রতিক) মো.জাহাঙ্গীর আলম তাঁর প্রার্থীতা থেকে সড়ে দাড়ালেন। তিনি উপজেলার চুন্টা ইউনিয়ন শাখা জাতীয় পার্টির আহবায়ক। রোববার বিকেলে সরাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তিনি প্রার্থীতা থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন। গত রোববার প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম লিখিত বক্তবে বলেন,‘জাতীয় পার্টির কেন্দ্রীয় সিদ্ধান্ত ও স্থানীয় জাপার সাংসদ জিয়াউল হক মৃধার পরামর্শক্রমে এ নির্বাচন থেকে সরে দাড়ালাম।’
« ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগে ‘ইঁদুর’, সতর্ক করলেন মোকতাদির চৌধুরী (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ২৭ ডিসেম্বর লাগাতার পরিবহন ধর্মঘট সফল করার লক্ষ্যে যৌথ সভা »