মধ্যপাড়া শ্রী শ্রী কালী মন্দিরে শনিবার থেকে শুরু তিনদিনব্যাপী অনুষ্ঠান
শ্রী শ্রী রক্ষাকালী ও শ্রী শ্রী শীতলা মাতার স্মরণে তিনদিনব্যাপী ৮ম সার্বজনীন বার্ষিক কালীপূজা-২০১৭ শনিবার থেকে শহরের মধ্যপাড়ায় শ্রী শ্রী রাধামাধব মন্দিরের প্রাঙ্গণে শ্রী শ্রী কালি মন্দির (বটতলা) শুরু হচ্ছে। তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে আজ শুক্রবার সকাল ৮.০১ মিনিটে শ্রী শ্রী শীতলা মাতার পূজা আরম্ভ ও পূজা শেষে প্রসাদ বিতরণ, বিকাল ৫টায় শ্রীমদ্ভগবত গীতা পাঠ, রাতে শ্রী শ্রী রক্ষাকালী মাতার পূজারম্ভ, সারারাত ব্যাপী মায়ের শ্যামা সংগীত পরিবেশন, পরের দিন শনিবার সন্ধ্যায় শ্রী শ্রী রক্ষাকালী ও শ্রী শ্রী শীতলা মায়ের আরতি, রাত ৮.০১ মিনিটে রামায়ণ পালার্কীতন এবং ৩য় দিনে রোববার মহাপ্রভুর ভোগ নিবেদন ও মহাপ্রসাদ বিতরণ। উক্ত অনুষ্ঠানগুলোকে সফল করার অনুরোধ জানিয়েছেন মধ্যপাড়া শ্রী শ্রী কালিমন্দির কমিটির সাধারণ সম্পাদক বিজয়কৃষ্ণ মল্লিক।
« বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আইজিপি ব্যাজ পুরস্কারে ভূষিত (পূর্বের সংবাদ)