ব্রাহ্মণবাড়িয়ার বাক প্রতিবন্ধী আলী নেওয়াজ ঢাকা মেডিক্যালে নিখোঁজ

গত ০৬-১০-২০২৫ ইং তারিখে সকাল ০৮:১০ ঘটিকার সময় শফিকুল ইসলাম (৬৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভর্তি অবস্থায় নিখোজ হন বলে তার ছেলে মোঃ আলী নেওয়াজ জানান। নিখোজের ছেলে হাসপাতাল সহ সম্ভাব্য সকল জায়গায় খুজাখুজি করে এখন পর্যন্ত কোন সন্ধান পাননি। খুজাখুজি এখনও বিদ্যমান। নিখোজ ব্যক্তির বিবরণ : ১।উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ২। গায়ের রং- শ্যামলা বর্ণের ৩। মুখে লম্বা কাচা পাকা দাঁড়ি ৪। চুল মাঝারি কালো রঙের ৫। কথা বলতে পারেনা (বোবা) ৬। গলায় অপারেশন করা দাগ আছে ৭। গায়ে সাদা গেঞ্জি ও পরনে চেক লুঙ্গি ছিলো ৮। মুখ গোল আকৃতি। কেহ সন্ধান পাইলে নিম্নে ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। স্থায়ী ঠিকানা: গ্রাম-বড় কালিসীমা, ইউনিয়ন/ওয়ার্ড-দক্ষিন নাটাই, থানা -ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। মোবাইল নং-০১৯৭২৪৭২৮৬৩। এব্যাপারে গত ৮-১০-২০২৫ইং তারিখে ঢাকার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। যার নং-৪৬৯।































