ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ছিনতাকারী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী একটি পাইপগানসহ এক ছিনতাই কারীকে আটক করা হয়েছে। রোববার দিনগত গভীর রাতে শহরের ঈদগাহ মাঠ সংলগ্ন কাজীপাড়া পাকা রাস্তার এলাকা হতে তাকে আটক করা হয়। সে কসবা উপজেলাররফিক মিয়ার ছেলে ইয়াসিন মিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী ছিনতাইকারী ইয়াছিনকে দেশীয় তৈরী পাইপগান সহ পৌরসভাস্থ কাজীপাড়া ঈদগাহ মাঠের পশ্চিম উত্তর কর্ণারের পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মো: নবীর হোসেন অস্ত্রসহ ছিনতাইকারী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনের মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
« “হিজড়াদের মাঝে কম্বল বিতরণ করল ব্রাহ্মণবাড়িয়াজেলা পুলিশ” (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সকল সিমের দরকারি কোড »