এলাকাবাসীকেই রাস্তা ও ড্রেনের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে-মেয়র মোঃ হেলাল উদ্দিন।
তোফায়েল আজম কিন্ডার গার্টেনের পিছনের রাস্তা আরসিসি ঢালাই কাজ উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ বর্তমান সরকারের একটি যুগান্তকারি পদক্ষেপ। এর ফলে প্রকল্প কাজ আরো বেশী স্থায়ী হবে। তিনি বলেন শহরের বিভিন্ন এলাকাতেই রাস্তা-ড্রেন নির্মাণ ও সংস্কার চলছে। সংস্কার কাজ চলার সময় প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন কোন কাজ করা যাবে না এবং প্রত্যেক রাস্তা ও ড্রেনের যথাযথ ব্যবহার নিজ নিজ এলাকাবাসীকেই নিশ্চিত করতে হবে। মেয়র গতকাল সকালে তোফায়েল আজম কিন্ডার গার্টেনের পিছনের রাস্তা আরসিসি ঢালাই কাজ উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। তিনি কাজের গুণগতমান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঠিকাদার ও ইজ্ঞিনিয়ারদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান।
« নাসিরনগর::ইউপি চেয়ারম্যান ও দুই সদস্যের বিরুদ্ধে অর্থ আত্ম¡সাতের অভিযোগ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) পুলিশের অভিযানে জাল টাকা সহ ০১ জন, ৫১ ইয়াবাসহ ০১ জন এবং ছিনতাইকৃত মালামালসহ ০৪ জন গ্রেফতার। »