Main Menu

শোকাবহ ১৫ আগস্ট :: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ব্যাপক কর্মসূচী

+100%-

ডেস্ক ২৪:: বাঙ্গালী  জাতির ইতিহাসে কলঙ্কিত ও রক্তঝরা দিন ১৫ আগস্ট। প্রতিবছরের মত আবার ও জাতির সামনে ঘুরে এসেছে শোকাবহ ১৫ই আগস্ট। মহান এই নেতার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এবার ও জেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচী  পালন করেছে। ৪০ তম জাতীয়  শোক দিবসে  র‌্যালি পরবর্তী আলোচনা অনুষ্ঠানে প্রাধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরি  এম.পি, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ  হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি  জেলা পরিষদ প্রশাসক অ্যাডঃসৈয়দ এমদাদুল বারী, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান পিপিএম, পৌর মেয়র মোঃহেলাল উদ্দিন ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার।  ১৫ই আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল স্কুল-কলেজ, অফিস-আদালত, সরকারী-আধাসরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ এবং বেসরকারি ভবনে জাতীয়  পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

সকাল ৯টায় সহানীয় লোকনাথ উদ্যান (টেংকেরপাড়)  থেকে শোকরেলি বের হয়ে স্টেশন রোড হয়ে আব্দুল কুদ্দুছ মাখন পৌর  মুক্তমঞ্চে এসে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প  মাল্য অর্পণ ও মোনাজাত।  সকাল সাড়ে ৯ টায় পৌর মুক্ত মঞ্চ ময়দানে আলোচনা সভা ও স্বরচিত কবিতা পাঠ, জাতির পিতার আত্নার মাগফেরাত কামনা, মিলাদ মাহফিল ও বিশেষ  মোনাজাত ও প্রার্থনা। প্রত্যাকটি স্কুল, কলেজ, মাদাস্রার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে রচনা প্রতিযোগীতা হামদ-নাত এবং শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা এবং সন্ধ্যা ৭টায়  জাতির  জনক শেখ মুজিবুর রহমানের জীবনী ও কর্মের উপর প্রামাণ্য চিত্র প্রদশর্নী।






Shares