Main Menu

বই পড়ে সকলকে আলোকিত মানুষ হয়ে বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে- আল মামুন সরকার

+100%-

শুক্রবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের এলটি রুমে বিশ্ব সাহিত্য কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া কলেজ শাখা আয়োজিত ২০১৫-১৬ শিক্ষা বর্ষের বই পড়া কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হামজা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক তারেকুল ইসলাম, আবদুল খালেক, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়ার গবেষক মুহম্মদ মুসা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক ওসমান গণি সজিব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল মামুন সরকার বলেন, বই পড়ে সকলকে আলোকিত মানুষ হয়ে বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে। বই মানুষকে আলোর পথ দেখায়।প্রেস রিলিজ






Shares