শোককে শক্তিতে পরিণত করে সরকারের উন্নয়নের কর্মসূচী বাস্তবায়নে যুবলীগকে সোচ্চার থাকতে হবে
জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভায়-– র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ১৫ দিন ব্যাপী কর্মসূচির ১৩তম দিনে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ শাহানুর ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জননেতা র. আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক আজাহার উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাজ মোঃ ইয়াছিন, মোঃ হেলার উদ্দিন, মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূইয়া, শহর আওয়ামী লীগের সভাপতি হাজী মুসলিম মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, শাহ আলম সরকার প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা ইখতিয়ার উদ্দিন স্বপন, মাহমুদুর রহমান জগলু, এহসান উল্লাহ্ মাসুদ, সৈয়দ আশেক খান, জহিরুল ইসলাম জহির, মোবাশ্বের আলী খাদেম বাবু, সালাউদ্দিন সরকার, মোস্তাক আহমেদ ভূইয়া, রকিব আহমেদ সোহেল, এডঃ এনামুল হক কাজল, মশিউর রহমান লিটন, আলী আজম, আমজাদ হোসেন রনি, জসিম উদ্দিন রানা, ইমরান আলী মামুন, আকবর হোসেন লিটন, আল আমিন সওদাগর, এমরান হোসেন মাসুদ, শাহাদাৎ হোসেন সায়েম, সফিকুল ইসলাম তৌসির প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জননেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, শোককে শক্তিতে পরিণত করে জননেত্রী শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা ও অনুগত থেকে বর্তমান সরকারের উন্নয়নের কর্মসূচী বাস্তবায়নে যুবলীগকে সোচ্চার থাকতে হবে।