Main Menu

জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

+100%-


শোষণ দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের অঙ্গিকারের

প্রত্যয় নিয়ে জাতি শোক দিবস পালন করছে — আল মামুন সরকার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ১৫ দিন ব্যাপী কর্মসূচির ১২তম দিনে গতকাল বুধবার বিকেল ৫টায় স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ মুসলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন  জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাজ মোঃ ইয়াছিন, হাজী মোঃ হেলাল উদ্দিন, এডঃ আবু তাহের, মুজিবুর রহমান বাবুল, জাতীয় পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কালাম ভূইয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, শাহ আলম সরকার প্রমুখ।  পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল খানের পরিচালনায় ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, জামাল উদ্দিন শরিফ, আশিকুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান রনির সহ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিনারা আলাম, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা কৃষকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর ছাদেকুর রহমান শরিফ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা যুবলীগ নেতা গোলাম মোস্তফা রাফি, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আবিদুর রহমান দেওয়ান, বিষ্ণুপদ দেবসহ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার সকল ওয়ার্ডের সভাপতি/ সাধারণ সম্পাদকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আল মামুন সরকার বলেন, শোষণ দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের অঙ্গিকারের প্রত্যয় নিয়ে জাতি জাতীয় শোক দিবস পালন করছে। তাই শোককে শক্তিতে রূপান্তরিত করে অসাম্প্রদায়িক চেতনায় সকলে উদ্ধুদ্ধ হয়ে দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।






Shares