৭৫ পরবর্তী স্বাধীনতার পরাজিত শক্তিকে নির্মূলের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার প্রকৃত বিচার সম্প
জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা কৃষকলীগের আলোচনা সভায় বক্তাগণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ১৫ দিন ব্যাপী কর্মসূচির ১১তম দিনে গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর ছাদেকুর রহমান শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাজ মোঃ ইয়াছিন, বিশিষ্ট নারী নেত্রী নায়ার কবির, মুজিবুর রহমান বাবুল, জাতীয় পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কালাম ভূইয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন প্রমুখ। জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন দুলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগ নেতা নাছিমা চৌধুরী, আবুল খায়ের মুন্সী, আব্দুস সালাম, আলহাজ্ব জাকির হোসেন, মতিউর রহমান সরকার, রশিদ ভূইয়া, এডঃ হেলাল উদ্দিন দুলাল, তোফাজ্জ্বল হোসেন জীবন, রানা শামীম রতন, আবু আহমদ মৃধা, আইয়ুব আলী ভূইয়া, নূর মোঃ খলিফা প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, বঙ্গবন্ধুর হত্যাকান্ডে অংশগ্রহণকারীদের শুধু বিচার করলেই চলবে না, হত্যার পরবর্তী সুবিধাভোগী স্বাধীনতার পরাজিত শক্তিকে রাজনৈতিকভাবে নির্মূল করার মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।প্রেস রিলিজ