Main Menu

ছিনতাইকৃত অটোরিক্সাসহ ০৩ ছিনতাইকারী গ্রেফতার

+100%-

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় মডেল থানার এসআই/মোঃ আবু সাইদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে স্থানীয় জনগনের সহায়তায় গ্রেফতারকৃত কুখ্যাত ছিনতাইকারী ১। মোঃ মাহমুদ হাজারী (২৫), পিতা-মোঃ দানা মিয়া, সাং-ঘাটুরা সাতবাড়িয়া, ২। মোঃ রায়হান হোসেন (২৩), পিতা-মোঃ আক্কাস আলী, সাং-মেড্ডা উচাবাড়ি, ৩। মোঃ রাকিব (২৪), পিতা-ফজলুল হক হাজারী, সাং-ঘাটুরা সাতবাড়ি, সর্ব থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে ছিনতাই করাকালীন সময় ০১টি অটোরিক্সাসহ হাতে নাতে গ্রেফতার করেন। সূত্রে জানা যায় যে, জনৈক মোঃ আল আমিন, পিতা-মোঃ সিদ্দিক হোসেন, সাং-কাকনহাট্টি, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ, বর্তমানে উত্তর মৌড়াইল (মালু মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া এর চালিত অটোরিক্সা যোগে ঘাটুরা হতে রোগী আনতে যাওয়ার সময় আসামীগন অটোরিক্সার গতিরোধ করে অটোরিক্সার চালক আল আমিনকে মারপিট করতঃ বর্ণিত অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়। সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ছিনতাই অভিযান পরিচালনা করে অটোরিক্সাসহ ০৩ ছিনতাইকারীকে সুহিলপুর পারুলিয়াপাড়া জরির বাড়ির সামনে কুমিল্লা সিলেট মহাসড়কের উপর থেকে আটক করে। এই সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদপুরি অত্র থানা এলাকার আইন-শৃংখলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।  প্রেস বিজ্ঞপ্তি






Shares