Main Menu

ওপেন হাউস ডে :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলাকে ডাকাত ও মাদক মুক্ত করার ঘোষণা

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা উপজেলা প্রতিনিধি ঃ  লোকজনকে আইনের প্রতিশ্রদ্ধাশীল ও এলাকায় নিরাপওা নিশ্চিত করতে কসবা থানা চত্বরে (৮ আগস্ট)  শনিবার বিকালে কমিউনিটি পুলিশিং কমিটি ও কসবা থানা পুলিশ যৌথভাবে ওপেন হাউজ ডের আয়োজন করে।
কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ওপেন হাউজ ডেতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(সেবা)।
এস আই মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ,সহকারী পুলিশ সুপার নবীনগর সার্কেল মোঃ আলাউদ্দিন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া,কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম,কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী, কসবা উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ভুইয়া রগু।

বক্তব্য রাখেন  কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা পৌর কাউন্সিলর আবু জাহের, মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার সামছুল আলম,সাবেক ছাত্র নেতা তারেক মাহমুদ প্রমুখ।

পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (সেবা) বলেন,আমরা কসবার মানুষকে নিরাপওার কথা বিবেচনা করে ইতিমধ্যেই কয়েকপি পদক্ষেপ নিয়েছি তার মধ্যে কমিউিনিটি পুলিশিং কমিটিকে শক্তিশালী করতে চাই। কারণ পুলিশ মানুষের বন্ধু। কসবাবাসীদের সঙ্গে নিয়ে পুলিশ মিলেমিশে কাজ করবে। কসবার অতীতের দুর্নাম ঘুচিয়ে নতুন আলোর পথে আমরা এগিয়ে যাব। এখানে থাকবে না কোনো প্রকার মাদক,ডাকাত কিংবা অপরাধ। কসবা হবে ডাকাত-সস্ত্রাস ও মাদক মুক্ত এলাকা। আর এজন্য চাই কসবাবাসীর সহযোগিতা।






Shares