মোবাইল কোর্টের মাধ্যমে ০৫ জনের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান।
প্রেস বিজ্ঞপ্তি::ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান, পিপিএম সাহেবের নির্দেশক্রমে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ফোর্স ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সসহ যৌথ ভাবে স্থানীয় জনগনের সহায়তায় গতকাল রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ১। কেশব সাহা (৩৪), পিতা-হরিপদ সাহা, সাং-গজারিয়া, থানা-কসবা, ২। দেলোয়ার হোসেন (২৮), পিতা-হাজী দারুস ইসলাম, সাং-রগীর, থানা-কসবা, ৩। তানজির (৩০), পিতা-মোঃ কাউছার মিয়া, সাং-নিউ মৌড়াইল ৪। আলাউদ্দিন (২৫), পিতা-দুলাল মিয়া, সাং-কান্দিপাড়া, ৫। মোঃ রুবেল মিয়া (২৫), পিতা-ফিরোজ সর্দার, সাং-শিমরাইলকান্দি, সর্ব থানা-ব্রাহ্মণবাড়িয়া, সর্ব জেলা-ব্রাহ্মণবাড়িয়াগণকে গ্রেফতার করে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ব্রাহ্মণবাড়িয়া সদর জনাব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া মহোদয় এর নিকট উপস্থাপন করলে তিনি মোবাইল কোর্ট মামলা নম্বর-৪৩/২০১৫ইং মোতাবেক গ্রেফতারকৃত কেশব সাহা ও দেলোয়ার হোসেনকে ২০(বিশ) দিনের বিনাশ্রম সাজা এবং মোবাইল কোর্ট মামলা নম্বর-৪৪/২০১৫ইং মোতাবেক গ্রেফতারকৃত তানজির, আলাউদ্দিন ও রুবেলগনকে ০৩(তিন) দিন করে বিনাশ্রম সাজা প্রদান করেন। তদপুরি অত্র থানা এলাকার আইন-শৃংখলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।