Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান::বিপুল পরিমানে মাদক ভারতীয় আটক

+100%-

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যগন ০৩ আগস্ট ২০১৫ তারিখ ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান  পরিচালনা করে ৪৫ কেজি ভারতীয় জট গাঁজা, ১১২ বোতল ফেন্সিডিল (ইস্কফ) এবং ৫০ বোতল হুইস্কি আটক করে। কসবা বিওপির টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তা (সুবেদার) মোঃ আমিনুল হক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে মাদক বিরোধী অভিযান পরিচালন করে গংগানগর নামক স্থান হতে ৪৫ কেজি ভারতীয় জট গাঁজা আটক, ফকিরমোড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোশারফ হোসেন এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ১১০ বোতল ফেন্সিডিল (ইস্কফ) আটক এবং মুকুন্দপুর বিওপির টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তা সুবেদার মোঃ আলী আরশাদ এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে চাঁনপুর নামক স্থান হতে ৫০ বোতল হুইস্কি এবং ০২ বোতল ফেন্সিডিল আটক করে । ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম বলেন, বিজিবির মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে গত ২৪ ঘন্টায় বিজিবির অভিযানে ৪৫ কেজি ভারতীয় জট গাঁজা, ১১২ বোতল ফেন্সিডিল (ইস্কফ) এবং ৫০ বোতল হুইস্কি আটক করে।প্রেস রিলিজ


Shares