Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে চৌদ্দ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্যসহ বিভিন্ন প্রকার পণ্য আটক

+100%-

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যগন ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান  পরিচালনা করে ০২ আগস্ট ২০১৫ তারিখ ১৪,০০,০০০/-  চৌদ্দ লক্ষ টাকার মাদকদ্রব্যসহ বিভিন্ন প্রকার ভারতীয় পন্য আটক করতে সক্ষম হয়।  গংগাসাগর বিওপির টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তা ( নায়েব সুবেদার) মোঃ করিমুল হক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে মাদক বিরোধী অভিযান পরিচালন করে মোগড়া নামক স্থান হতে ৫০ বোতল ভারতীয় হুইস্কি আটক, ঘাগুটিয়া বিওপির টহল দল ৯২ বোতল হুইস্কি এবং ২৫ বোতল ফেন্সিডিল আটক, মঈনপুর বিওপির টহলদল ০৪ কেজি ভারতীয় জঁট গাজা আটক,  আলীনগর বিওপি টহল দল ৬৮ বোতল ভারতীয় হুইস্কি আটক, সিংগারবিল বিওপির টহলদল ০৮ বোতল হুইস্কি এবং ০২ কোজি ভারতীয় জট গাঁজা আটক, কর্ণেল বাজার বিওপির টহল ১১ বোতল হুইস্কি আটক, ব্রাহ্মণবাড়িয়ার ট্রানজিট ক্যাম্পের টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তা (নায়েব সুবেদার) আব্দুল হামিদ এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ কেজি ভারতীয় জিরা এবং ৫০ কেজি কিসমিস আটক  এবং মঈনপুর বিওপি টহল দল ট্রাক সহ ভারতীয় পণ্য আটক করে। ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক বিজিবির অভিযানে ১৪,০০,০০০/- চৌদ্দ লক্ষ টাকার মাদকসহ ভারতীয় পণ্য আটকের সত্যতা নিশ্চিত করেছেন।






Shares