Main Menu

এসকফ, গাঁজা ও ইয়াবাসহ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

+100%-

প্রেস বিজ্ঞপ্তি::ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে অত্র মডেল থানার এসআই ইশতিয়াক আহমেদ, এসআই দেলোয়ার হোসেন, এসআই আনিছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আজ ২৩/০৭/১৫ইং তারিখ সকাল ১১.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। পারুল বেগম (৪০), স্বামী-আলী আহাম্মদ প্রঃ বাহার মিয়া, সাং-কুসুমবাড়ি, থানা-আখাউড়া, পিতা-মৃত আলী মিয়া, সাং-ভাদুঘর হাজেরা খাতুন এর বাড়ির ভাড়াটিয়া ২। লাকি বেগম (২৬), স্বামী-সুলতান মিয়া, সাং-ঘাটুরা সরকারপাড়া, বর্তমানে ভাদুঘর হাজেরা খাতুন এর বাড়ির ভাড়াটিয়া, ৩। সুলতান মিয়া (৩০), পিতা-লাল মিয়া, সাং-ঘাটুরা সরকারপাড়া, বর্তমানে ভাদুঘর হাজেরা খাতুন এর বাড়ির ভাড়াটিয়া, ৪। আল আমিন (২৫), পিতা-মোঃ কুতুব মিয়া, সাং-ভাদুঘর ভুইয়াপাড়া, সর্ব থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ মাদক জাতীয় ২৩(তেইশ) বোতল এসকফ, ৫০(পঞ্চাশ) পিছ ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ অত্র থানাধীন ভাদুঘরস্থ হাজেরা খাতুন এর পুর্ব ভিটির একতলা দালান ঘরের দক্ষিণ পার্শ্বে রুম থেকে গ্রেফতার করেন। উক্ত উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত সকল আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলাসহ বিশেষ ক্ষমতা আইনের মামলা রুজু করে আসামীগনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদপুরি অত্র থানা এলাকার আইন-শৃংখলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।






Shares