Main Menu

২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিনত হবে-বিভাগীয় কমিশনার মোহম্মদ আবদুল্লাহ

+100%-

ডেস্ক ২৪:: চট্রগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোহম্মদ আবদুল্লাহ বলেছেন, মিলিনিয়াম গোল্ড ডেভলাপমেন্ট অর্জনে সকলকে একযুগে কাজ করতে হবে। এজন্য দেশের জনগোষ্টির অর্ধেক নারী সমাজকে কাজে লাগাতে হবে। সরকার গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালি করতে উপজেলা পরিষদে সংরক্ষিত মহিলা সদস্যদের নির্বাচিতের মাধ্যমে নারীর ক্ষমতায়নকে গুরুত্ত্ব প্রদান করেছে। দেশের ওয়ারেন্টস অব প্রেসিডেন্স এ যে ৪টি পদ গুরুত্ত পূর্ণ তার তিনটিতেই নারীরা নেতৃত্ব দিচ্ছে। নারীদের অংশিদারিতে দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিনত হবে।

তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজি অনুষ্ঠনে ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা পরিষদের সংরক্ষিত নির্বাচিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্থানিয় সরকার বিভাগের উপ-পরিচালক আজাদ সাল্লাল এর সভাপতিত্বে বক্ত্যব রাখেন জেলা প্রশাসক ড. মোম্মদ মোশারফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলম। এ সময় উপজেলা চেয়ারম্যন, ভাইস চেয়ারম্যন, সাংবাদিক, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার নব নির্বাচিত ২৯ জন মহিলা সদস্যকে শপথ বাক্য পাঠ করান চট্রগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ।






Shares