Main Menu

পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা প্রদান

+100%-

২০ মে ২০১৫ দুপুর ২ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বারে যুব আইনজীবিবৃন্দ পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়ার সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম-সেবা(বার) ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মোঃ লোকমান হোসেন, এ্যাডভোকেট মোঃ কামরুজ্জামান অপু, এ্যাডভোকেট মোঃ শাহ পরান, এ্যাডভোকেট মোঃ শফিকুল হক মুক্তা, এ্যাডভোকেট মোঃ বশির আহমেদ, এ্যাডভোকেট মোঃ হাসিবুর রহমান মুন্না, এ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমানসহ প্রায় ৩৫/৪০ জন যুব আইনজীবিবৃন্দ।

এছাড়া গতকাল ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র,ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম-সেবা(বার) ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান করে। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট বুদ্ধিজীবি জনাব মুহম্মদ মুসা, সভাপতি অধ্যাপক ওসমান গণি সজীব, সাধারণ সম্পাদক আলেয়া জাহান তৃপ্তি, পরিচালক মোশতাক আহমেদ, মাহমুদা আক্তার, হাবিল্লাহসহ প্রায় ৩০/৩৫ জন সদস্যবৃন্দ।

অপরদিকে গতকাল বিকাল ৫টা ৩০ মিনিটে জেলা পরিষদ মিলনায়তনে এনসিটিএফ বাংলাদেশ শিশু একাডেমী ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম-সেবা(বার) ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান করে। এতে উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির সভাপতি ডাঃ বজলুর রহমান, এনসিটিএফ এর কেন্দ্রী কমিটির সভাপতি সায়েম খন্দকার, চাইল্ড পার্লামেন্ট এর ডেপুটি স্পীকার সাইদা সাজিদা লোপাসহ ৪০/৪৫ জন ব্রাহ্মণবাড়িয়া শিশু একাডেমীর সদস্যবৃন্দ।  

পুলিশ সুপার বিদায়ী সংবর্ধনা সভায় বিদায়ী অতিথি পুলিশ সুপার তার সংক্ষিপ্ত বক্তব্যে আবেগ আপ্লুত হয়ে বলেন যে, দীর্ঘ প্রায় আড়াই বছর ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর সহযোগিতায় সুনামের সাথে চাকুরি করতে পেরেছি বলেই আজ আমাকে বিভিন্ন সংস্থা ও সংগঠন বিদায়ী সংবর্ধনা প্রদান করছেন। অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনবান্ধব পুলিশের মনোভাব গঠন, যেকোন ধরণের অনাকাঙ্খিত ঘটনায় তড়িৎ পুলিশি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া যে সাফল্য দেখিয়েছেন তারই অংশ হিসেবে শুধু জেলাবাসীর কাছে নয় চট্টগ্রাম বিভাগের মধ্যেও বর্তমান পুলিশ সুপার একাধিক বার শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরস্কৃত হয়েছেন বলে উল্লিখিত সংগঠনের সদস্যরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে অভিমত ব্যক্ত করেন। এ গৌরব ও সাফল্য অজর্নের জন্যই ব্রাহ্মণবাড়িয়ার সকল শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সংস্থা ও সংগঠন তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করছেন বলে উপস্থিত সদস্যরা মনে করেন। প্রেস রিলিজ






Shares